• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন বনি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৩
বনি সেনগুপ্ত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। সম্প্রতি ছোট পর্দায় কাজের গুঞ্জন উঠেছে অভিনেতার। শুধু তাই নয়, সিরিয়ালের জন্য নাকি শুটিং পর্যন্ত শুরু করে দিয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বনি।

ভারতীয় একটি গণমাধ্যমে এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব। খবরটি পুরোপুরি ভুয়া। এ ধরনের কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, আমার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছি। সিনেমায় আমরা দুজনেই পুলিশ অফিসার।

অন্য একটি সিনেমায় সৌরভ দাস আর আমাকে প্রধান দুইটি চরিত্রে দেখা যাবে। সেই সিনেমায় কলেজের অধ্যাপক আমি। এত ব্যস্ততার মাঝে ছোট পর্দায় কাজের সময় কোথায়?

বনির ভাষ্য, টিভি সিরিয়ালে অভিনয় করতে গেলে টানা সময় দিতে হয়। এই মুহূর্তে সেটা দিতে পারবেন না অভিনেতা।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বনির সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত ঋত্বিকার
বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী (ভিডিও)