• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ফের হত্যার হুমকি, প্রাণে বাঁচতে যা করতে হবে সালমানকে

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ নভেম্বর ২০২৪, ১৮:০১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন নতুন করে হুমকি পেলেন অভিনেতা।

সোমবার (৪ নভেম্বর) মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি বার্তা আসে। সেখানে ৫ কোটি টাকার দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, সোমবার (৪ নভেম্বর) রাতে মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হয়। মেসেজটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই পাঠিয়েছেন বলে দাবি করা হয়। সেখানে বলা হয়, ‘প্রাণে বাঁচতে চাইলে বিষ্ণোই মন্দিরে গিয়ে পূজা দিতে হবে সালমান খানকে। সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন, না হলে ৫ কোটি টাকা দিন।’ দুটির কোনোটাই মানা না হলে সালমানকে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বিষ্ণোই গ্যাং সালমানের ওপর নজর রাখছে বলে দাবিও করা হয়েছে।

এদিকে নতুন করে হুমকি পাওয়ার পর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই বার্তা পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৩০ অক্টোবর সালমানকে মেরে ফেলার হুমকি আসে মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে। একটি উড়ো ফোনে তার কাছে ২ কোটি টাকা দাবি করা হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হুমকি পেলেন বলিউডের ভাইজান।

এর আগে ২৫ অক্টোবর সালমান খানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তবে সে সময় ভাইজান একা নন, কয়েক দিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকীর ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান। সেদিন জিশান সিদ্দিকীর বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে। তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকী ও সালমানখানকে খুন করা হবে। এই ফোনটি মহম্মদ তৈয়ব নামরে একজন করেছিল বলেই তদন্তে জানতে পারে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ভারতের সাবেক রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরইমধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপমান সইতে না পেরে স্কুলশিক্ষকের আত্মহত্যা
স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
মমতাজের বিরুদ্ধে আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় আরেক মামলা
প্রাণিসম্পদ অফিসে ঢুকে কর্মকর্তাকে হত্যার হুমকি দিলেন খামারি