• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মৃত্যুর দুই সপ্তাহ পর বেলা ব্র্যাডফোর্ডের ভিডিও পোস্ট, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ নভেম্বর ২০২৪, ১৮:১১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রভাবশালী ও জনপ্রিয় টিকটকার বেলা ব্র্যাডফোর্ড। ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৫ অক্টোবর মারা গেছেন। মৃত্যুকালে ২৪ বছর বয়স হয়েছিল এ তারকা টিকটকারের। আর মৃত্যুর দুই সপ্তাহ পর টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট হওয়ায় অবাক হয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রশ্ন হচ্ছে, কী বলা আছে সেই ভিডিওতে?

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বেলা ব্র্যাডফোর্ডের নাম ছিল ইসাবেলা। মৃত্যুর দুই সপ্তাহ পর গত ৩১ অক্টোবর তার টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে ক্যাপশনে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বেলা ব্র্যাডফোর্ড এমন মানুষদের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গেছেন, যাদের অনেক বেশি ভালোবাসতেন তিনি।

ফ্যাশন স্টাইলের জন্য পরিচিত লাভ করা টিকটকার বেলা ব্র্যাডফোর্ড প্রায়ই তার পোশাক ও ডেইলি লাইফস্টাইলের ভিডিও পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে ২০২১ সালে মাত্র ২২ বছর বয়সে একটি বিরল চেয়ালের ক্যানসার রোগ শনাক্ত হয় তার। তবে তার মৃত্যুর পর পোস্ট করা ভিডিওটি যে আগে রেকর্ড করা, সেটিও জানানো হয়েছে।

এ টিকটকার শেষ ভিডিওতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বেলা ব্র্যাডফোর্ড বলেছেন, আমার টার্মিনাল ক্যানসার হয়েছে এবং দুর্ভাগ্যবশত এতক্ষণে আমার জীবন শেষ হয়েছে (মৃত্যু), আমি মারা গেছি। তবে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম ‘গেট রেডি উইথ মি’। কেননা, আমি এসব করতে পছন্দ করি। একইসঙ্গে ফ্যাশন করতেও পছন্দ করি।

তিনি বলেছেন, আমার এই মজার যাত্রায় আমাকে ফলো করার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আপনারা আমার সব ভিডিও দেখতে পারবেন এবং কখনো আমাকে খুঁজে পেলে কিছুটা আনন্দ পাবেন। মনে রাখবেন, আপনি প্রতিদিন বেঁচে থাকেন। তবে একবার মারা যান। এ জন্য প্রতিটি দিন গণনা শুরু করুন। সবশেষ সবার জন্য শুভ কামনাও জানিয়েছেন বেলা ব্র্যাফোর্ড।

ভিডিওতে তাকে কালো ব্যালে ফ্ল্যাট ও একটি সাদা কার্ডিগানের সঙ্গে স্ট্র্যাপলেস পোশাকে দেখা গেছে। সঙ্গে একটি মুক্তাখচিত টেডি বিয়ার চেইন, একটি বাদামী বেসবল ক্যাপ ও ডিম্বাকৃতির সানগ্লাসে দেখা গেছে। আর ভিডিওতে নোট হিসেবে উল্লেখ আছে, ভিডিওটি রেকর্ড করা। যা তার মৃত্যুর কয়েক মাস আগে রেকর্ড করা হয়েছে।

এর আগে গত মে মাসে ‘গেট রেডি উইথ মি’ নামে একটি ভিডিও পোস্ট করেছিলেন টিকটকার বেলা ব্র্যাডফোর্ড। সেখানে ক্যানসার রোগী হিসেবে জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। ওই সময় বলেছিলেন, আমার যখন ২২ বছর বয়স তখন চোয়ালের পেশীতে বিরল ধরনের ক্যানসার শনাক্ত হয়। যা ছিল ২০২১ সালে। প্রথমে ভেবেছিলাম একটি আমার আক্কেল দাঁত, যদিও তা ছিল না।

এরপর টিউমার অপসারণ ও চোয়াল পুনর্গঠনের জন্য রেডিওথেরাপি, কেমোথেরাপিসহ একাধিক অস্ত্রোপচারসহ এক বছরের দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে গেছেন এ তারকা টিকটকার

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্ঘটনায় আহত হিনা
চুক্তির টাকা দিতে না পেরে টিকটকার মুন্নীকে হত্যা
প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ হাজার নারী
অভিনেতা রাজীবের চলে যাওয়ার ২০ বছর