• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘দ্য ক্যাপিটাল’ কনসার্টে মঞ্চ মাতাবে ১০ ব্যান্ড

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৫
ছবি: সংগৃহীত

শীত মানেই কনসার্টের মৌসুম। প্রতি বছরই নভেম্বর-ডিসেম্বর মাসে ঢাকা ও ঢাকার বাইরে আয়োজন করা হয় নানান কনসার্টের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ‘দ্য ক্যাপিটাল’ শিরোনামের একটি কনসার্টে মঞ্চ মাতাবে দেশের ১০ ব্যান্ড।

রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ৩০০ ফিটে বসবে এই কনসার্টের আসর। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ইতোমধ্যে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

তারা জানায়, দেশসেরা তারা ১০ ব্যান্ডের মধ্যে আটটি ব্যান্ডের নাম ঘোষণা করেছে। দুটি ব্যান্ড শ্রোতাদের জন্য সারপ্রাইজ রাখা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বছরের সবচেয়ে বড় কনসার্ট উপহার পেতে যাচ্ছে দর্শক।

কনসার্টে পারফর্মের জন্য নিশ্চিত করা ব্যান্ডগুলো হলো, ফিডব্যাক, অ্যাশেজ, শিরোনামহীন, কাকতাল, ওয়ারফেজ, আফটারম্যাথ, আর্বোভাইরাস ও হাইওয়ে।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। এদিন দুপুর ১২টায় গেট খুলে দেওয়া হবে। দুটি ভাগে নির্ধারণ করা হয়েছে কনসার্টের প্রবেশমূল্য। জেনারেল টিকিট ৯৯৯ আর ভিআইপি ১৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিরঝিল মাতাবে শিরোনামহীন-অ্যাশেজসহ ১২টি ব্যান্ড
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ব্যান্ডের নাম, যা বললেন ব্যান্ড সদস্যরা
‘১০ বছরে ১০০ ক্যানসার-কিডনি রোগীর চিকিৎসা করিয়েছি’
বৈশাখের ‘মেলায় যাইরে’ গান তৈরির পেছনের গল্প