• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

এই মুগ্ধতার কোনো ব্যাখ্যা হয় না: মেহজাবীন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৯
মেহজাবীন চৌধুরী

ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে এখন ওটিটি-সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। একের পর এক ভিন্নধর্মী গল্প আর চরিত্রে প্রতিনিয়ত দর্শকের নজর কাড়ছেন মেহজাবীন। সেসব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা দেশেও।

গেল মাসেই নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে ফিরলেন মেহজাবীন। সেই রেশ না কাটতেই তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে মিশরে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী।

আগামী ১৩ থেকে ২২ নভেম্বর মিশরে বসবে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ৪৫তম আসর। এই উৎসবে বিশ্বের নামীদামি নির্মাতা, প্রযোজক-শিল্পীদের সঙ্গে ‘প্রিয় মালতী’ নিয়ে অংশ নেবেন মেহজাবীনও। উৎসবটির ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে সিনেমাটি।

চলতি মাসের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে শুরু হতে যাওয়া ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’-এ ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

গণমাধ্যমে মেহজাবীন চৌধুরী বলেন, আমার প্রথম সিনেমা ‘সাবা’র জন্য দেশে মুক্তির আগেই দেশের বাইরে থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে মুগ্ধ আমি। আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবা’র প্রতিটি সফলতার পদক্ষেপের সঙ্গে ছিলাম। ‘সাবা’র জন্য দর্শকের মুগ্ধতা নিজ চোখে উপভোগ করেছি। এ মুগ্ধতার ব্যাখ্যা হয় না। এটা যে একজন শিল্পীর জন্য কত বড় প্রাপ্তি, তা আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় না। অধীর আগ্রহে অপেক্ষা করছি সাবার দেশে মুক্তির।

কায়রো ফেস্টিভ্যালে ‘প্রিয় মালতী’ প্রদর্শনী প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই সিনেমারও প্রদর্শনী হতে যাচ্ছে দেশের বাইরে। কায়রো চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাওয়ার বিষয়টি আমাদের পুরো টিমের জন্যই অনেক গর্বের একটি খবর। আমরা কখনও ভাবিনি যে, বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয়মালতী আন্তর্জাতিক অঙ্গনেও এতটা প্রাসঙ্গিক হবে। এটা সত্যিই আমাদের পুরো টিম এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল সাফল্য।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের সিনেমাটি দেশেও দ্রুত মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। দর্শক যেমন সবসময়ই পাশে ছিলেন আমার প্রতিটি কাজে। আমার বিশ্বাস, দর্শক ‘প্রিয়মালতী’ মুক্তির সময়ও আমার এবং টিমের পাশে থেকে আমাদের অনুপ্রেরণা দেবেন।

প্রসঙ্গত, মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয়মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাসগুপ্ত। এটি অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। মেহজাবীন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রিয় মালতী’ নিয়ে এবার মেহজাবীনের যাত্রা মিশরে 
নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকায় গাড়ি ঘুরিয়ে চলে আসি: মেহজাবীন
নিজ শহরেই ‘তাওহিদি জনতা’র বাধার মুখে মেহজাবীন
ভক্তদের ডাকে সাড়া দিয়ে যা বললেন মেহজাবীন