• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অভিনেতার রহস্যজনক মৃত্যু, যা জানালেন তার বন্ধু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে আলোচনায় আসেন নীতিন চৌহান। এরপর ভারতীয় টেলিভিশয়ে বিভিন্ন সিরিয়ালে কাজ করে দর্শপ্রিয়তা পান। কিন্তু তার এক সংবাদ কলকাতার বিনোদন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসলো শোকের ছায়া। মাত্র ৩৫ বছর বয়সেই এই অভিনেতা পাড়ি জমালেন না ফেরার দেশে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মুম্বাইয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু কুলদীপ। তিনি বলেন, আজ সকালেই ওর (নীতিন) মৃত্যুর বিষয়টি জানতে পারি। নীতিনের বাবা ও বোন ফোনে জানিয়েছেন বিষয়টি।

কুলদীপ বলেন, নীতিনের বাবা ও বোন ওর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন। আমি তো শুনে অবাক হয়েছি। কেননা, আগামী মাসেই দিল্লি আসার কথা ছিল ওর। খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

অভিনেতার এ বন্ধু জানান, বর্তমানে নীতিনের পরিবারের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন তিনি। মরদেহ দিল্লিতে নেওয়ার জন্য এসেছেন। রাত ১০টায় রওনা দিয়েছেন। বন্ধুর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে তার।

এদিকে নীতিনের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তার বন্ধু সুদীপ সাহির। তিনি লিখেছেন, বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন।’ অভিনেত্রী বিভূতি ঠাকুর লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন আমার প্রিয়। আমি সত্যিই খুবই মর্মাহত ও দুঃখিত। ভালো হতো যদি সব শক্তি দিয়ে সব সমস্যা মোকাবিলা করতেন।

এ ছাড়া অভিনেত্রী সায়ন্তী ঘোষও শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম নীতিন চৌহানের। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে খ্যাতি লাভ করতে থাকেন। এরপর ‘MTV স্প্লিটসভিলা’, ‘জিন্দেগি ডটকম’, ‘ক্রাইম পেট্রোল’ ও ‘ফ্রেন্ডস’র মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। সবশেষ ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁতে’ অভিনয় করেছিলেন এ অভিনেতা।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতার রহস্যজনক মৃত্যু
জামায়াত নেতা এ টি এম আজহারের রিভিউ শুনানি আজ
পাগলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
বালুভর্তি ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর