• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কন্যাসন্তানের বাবা হলেন আরএস ফাহিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৩:১১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী দিলেন সুখবর। প্রথমবার সন্তানের বাবা হয়েছেন তিনি। আর বিষয়টি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এ সোশ্যাল তারকা নিজেই নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন ফাহিম চৌধুরী। এতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাকে একটি জান্নাত দিয়েছেন। আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার মেয়ে ও তার মা মাঞ্জিয়ার জন্য দোয়া করবেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ফাহিম ও তার সদ্য জন্ম নেওয়া কন্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফাহিমের স্ত্রী মাঞ্জিয়া। একমাত্র মেয়েকে কোলে নিয়ে বেশ উচ্ছ্বসিত বাবা ফাহিম। সন্তানকে কোলে নিয়ে আবেগে আপ্লুত এবং চোখে আনন্দঅশ্রুও দেখা গেছে তার।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফাহিম ব্যক্তিজীবনে মাঞ্জিয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক বিয়েবন্ধনে পূর্ণতা পায়। এবার সেই পূর্ণতার অনুভূতি হিসেবে এলো কন্যাসন্তান।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের সিনেমা ‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’
বিনা দাওয়াতে আম্বানির ছেলের বিয়েতে গিয়ে গ্রেপ্তার দুই ইউটিউবার
এবার সেই আরমানের তৃতীয় স্ত্রীর খবর ফাঁস করলেন প্রথম স্ত্রী
সালমানের বাড়িতে গুলির ঘটনায় ইউটিউবার গ্রেপ্তার