• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সভা চলাকালে হঠাৎ কতিপয় দুর্বৃত্ত এই হামলা চালায়। এতে আহত হন বেশ কয়েকজন নাট্যকর্মী।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪টার পর সমাবেশে নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদের বক্তব্যের সময় ডিম ছুড়ে মারে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

তিনি বলেন, আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।

হামলার প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা বলেন, আমর সারা দেশে প্রতিবাদ কর্মসূচি করব। আমাদের সমাবেশ শেষভাগে এসে কয়েকজন দুর্বৃত্ত এই কাজটি করেছে। তারা পালিয়ে গেছে।

এদিকে, শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

আরটিভি /এএ/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে আরও শতাধিক নিহত
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩০
ছাত্র আন্দোলনকে ব্যবহার করে মামলা-চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ট্রেনে বসা নিয়ে বাগবিতণ্ডা, বহিরাগতদের ডেকে হামলা চালালেন স্কুলশিক্ষক