• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিজয়ের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। সম্প্রতি এই নায়কের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে; যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা চর্চা।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, শুক্রবার (৮ নভেম্বর) মুম্বাইয়ের মিঠিবাই কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তার মিউজিক ভিডিওর প্রচারের কাজে যান বিজয়। আর সেখানে সিঁড়ি দিয়ে নামার সময়ে পা পিছলে পড়ে যান এই নায়ক।

আচমকা একটি আওয়াজ হওয়ায় সকলের দৃষ্টি যায় সে দিকে। অভিনেতা কারও দিকে তাকাতেই পারছিলেন না এবং তিনি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না। এ সময় আশেপাশে দাড়িয়ে থাকা লোকেরা সেই সময় অভিনেতাকে তুলতে এগিয়ে যায়। বিজয় উঠে দাঁড়াতেই তার চোখ ঘুরতে থাকে চারিদিকে। কেউ তাকে দেখছে না তো?

বিজয় সিঁড়িতে পড়ে যাওয়ার পরপরই তার টিমের সদস্যরা পাপারাজ্জিদের ভিডিও ধারণ করতে নিষেধ করেন। কিন্তু কে শুনে কার কথা!

এদিকে, ক্যারিয়ারে খুব একটা ভালো সময় যাচ্ছে না বিজয় দেবরকোন্ডার। কারণ, তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘লাইগার’, ‘কুশি’ ও ‘দ্য ফ্যামিলি স্টার’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে তার হাতে ‘ভিডি১২’ নামে একটি সিনেমার কাজ রয়েছে।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের শপথের দিন ভিডিও কলে কথা বললেন পুতিন-শি
ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ঊর্বশী
সাইফকে দেখতে হাসপাতালে শাকিব, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
বিয়ের ছবি ভাইরাল, জানা গেল গায়ক দর্শন রাভালের স্ত্রীর পরিচয়