• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সালমানের চার স্তরের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৮

বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি।

এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। শুধু হুমকিই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। এরপর গত ১০ দিনে চারবার হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। কিন্তু জীবনের ঝুঁকি থাকার পরও ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন সালমান।

এ পরিস্থিতিতে সালমান খান কীভাবে শুটিং চালিয়ে যাচ্ছেন? তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মিড-ডে। তাতে বলা হয়েছে, সালমান খানকে চার স্তরে নিরাপত্তা দেওয়া হয়েছে। যে হোটেলে শুটিং চলছে, কার্যত সেটিকে দুর্গে রূপান্তর করা হয়েছে।

একটি সূত্র মিড-ডে-কে বলেন, হায়দরাবাদে ‘সিকান্দার’ সিনেমার তিনটি অস্থায়ী সেট নির্মাণ করা হয়েছে। দুটো শহরে আর প্রধান লোকেশনটি প্যালেস হোটেলে। আপাতত একটি (প্যালেস হোটেল) লোকেশনে শুটিং হচ্ছে। শুটিং টিমের সদস্যরা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে হোটেলে প্রবেশাধিকার পাচ্ছেন। বলা যায়, হোটেলটিকে একটি দুর্গে রূপান্তর করা হয়েছে। কেউ চাইলে এ হোটেলে রুম বুক করতে পারবেন। কিন্তু দুই স্তরের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। হোটেল কর্তৃপক্ষ স্ক্রিনিং করার পর সালমান খানের নিরাপত্তাকর্মীরাও যাচাইবাছাই করছেন। তবে যাকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড যাচাই এবং আইডি কার্ড পরীক্ষা করা হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই মূলত, হোটেলে প্রবেশের অনুমতি পাচ্ছেন। এমনকি হোটেল স্টাফদেরও প্রতিদিন স্ক্রিনিং করা হচ্ছে।

কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের হুমকি পাওয়ার পর সালমান খানকে সরকারিভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। এতে এনএসজি কমান্ডো এবং পুলিশ সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে বলেও সূত্রটি জানিয়েছেন।

চার স্তরের নিরাপত্তার বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি বলেন, সালমান খানকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক্তন আধা-সামরিক কর্মীদের সমন্বয়ে ব্যক্তিগত নিরাপত্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা দলটি বাছাই করেছেন। তা ছাড়াও হায়দরাবাদ এবং মুম্বাই পুলিশের টিম রয়েছে। সব মিলিয়ে সুপারস্টার সালমানের নিরাপত্তায় ৫০ থেকে ৭০ সদস্যের একটি দল কাজ করছে।

সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন সালমান খান। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও এ শোয়ের শুটিংও বন্ধ রাখেননি।

কয়েক দিন আগে বিগ বসের প্রতিযোগীদের ঝগড়া প্রসঙ্গে নিজের জীবনের পরিস্থিতি তুলে ধরেন সালমান খান। আত্মবিশ্বাসের সঙ্গে এ সময় তিনি বলেন, খোদার কসম, আমি আমার জীবনে যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, তা আমাকেই হ্যান্ডেল করতে হবে।

আরটিভি / এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী
বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়