• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাংস্কৃতিক অঙ্গন নিয়ে পরিকল্পনা জানালেন ফারুকী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৮
মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন তিনি। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুইজন। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সোমবার (১২ নভেম্বর) প্রথম অফিস করেছেন ফারুকী। এ সময় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে সাংস্কৃতিক অঙ্গন নিয়ে নিজের কর্মপরিকল্পনা জানান তিনি।

এ প্রসঙ্গে ফারুকী বলেন, প্রথমে মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করব। আমাদের ফান্ডিং অবস্থা কেমন, বেতন, উন্নয়ন, প্রশিক্ষণ— কোন খাতে কী পরিমাণ অর্থ যায়, জানার চেষ্টা করব। এরপর রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক একাডেমিগুলো আছে, সেগুলোর প্রধানদের নিয়ে আলোচনায় বসবো। সেখানে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্রসহ বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকবেন। তাদের কাছ থেকে তিন মাসের একটি পরিকল্পনা জানতে চাইব।

নির্মাতা আরও বলেন, দৃশ্যমান কী পরিবর্তন করা যায়, সেদিকে নজর দেব। এরপর এক বছর মেয়াদে কী কী প্রকল্প বাস্তবায়ন করতে পারি, যেটা আমাদের সংস্কৃতিতে বড় প্রভাব ফেলবে, সে পরিকল্পনা করব।

ফারুকীর ভাষ্য, বর্তমানে দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো না। তাই বিশেষভাবে এটা নিয়ে কাজ করে নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ করতে চাই। আর সিনেমা ছাড়া সেটা সম্ভব নয়। চলচ্চিত্র হলো কালচারাল ন্যারেটিভ নির্মাণের শক্ত হাতিয়ার।

জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার আগেই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন ফারুকী। নিজের পরিকল্পনাগুলো নিয়ে শিগগিরই তার সঙ্গে পুনরায় বসবেন তিনি। নির্মাতার বিশ্বাস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ফারুকী।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় ১৬ জন উপদেষ্টা নিয়োগ পান। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক
রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার: ড. ইউনুস
মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল
শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না: রিজভী