• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভাইরাল স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৪৪
শবনম ফারিয়া

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী শবনম ফারিয়া। প্রায়ই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বেশ কিছুদিন ধরেই একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় রয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফারিয়া।

মূলত অভিনেত্রীর নামে একটি ভুয়া স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, হাসিনা সরকারের আমলে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। সেই পোস্ট নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

বুধবার (১৩ নভেম্বর) সেই ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ব্যাখ্যা দিয়েছেন ফারিয়া। অভিনেত্রী জানান, পোস্টটি এডিট করা। যা তিনি দেননি।

পাঠকদের জন্য ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি, তারা প্লিজ খুশি হবেন না। আবার লিখেছেন, ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।

স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো আপা ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারিনি দেখে কোনো সুযোগ-সুবিধাও পাইনি। আমার আলোও আসেনি। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি।’

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক
রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার: ড. ইউনুস
মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল
শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না: রিজভী