• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নায়িকা পলির মেয়ে যেন তারই কার্বনকপি

  ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৬
ছবি: সংগৃহীত

ঢালিউডের একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। গত ২৩ অক্টোবর নিজের জন্মদিনে ছেলেকে প্রকাশ্যে এনেছিলেন তিনি। চিত্রনায়িকার ছেলেও কোনো নায়কের চেয়ে কম নয়। যেমন হ্যান্ডসাম, তেমনই গুড লুকিং। পলির ছেলেকে দেখে ইতোমধ্যেই ক্রাশ খেয়েছেন অনেক তরুণীই।

চিত্রনায়িকা পলি

এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন এই চিত্রনায়িকা। পলির মেয়ে যেন ঠিক তারই কার্বন কপি। এদিকে নায়িকার মেয়ের ছবি দেখে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন নেটিজেনরা। তার মেয়েও কোনো নায়িকার চেয়ে কম নন।

চিত্রনায়িকা পলির মেয়ে

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন পলি। আর এতেই তোলপাড় নেটদুনিয়া। ওই ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রীর মেয়ের পরনে রয়েছে কালো-সাদার মিশেলে একটি পোশাক। হাতে ব্রেসলেট, কানে ছোটো টপ, নাকে নত পরেছেন তিনি। মৃদু হাসিতে ক্যামেরায় পোজ দিয়েছেন পলির মেয়ে।

চিত্রনায়িকা পলি

সব মিলিয়ে এ যেন আরেক নায়িকার আর্বিভাব। যদিও পলির ছেলে-মেয়েরা ভবিষ্যতে আদৌ নায়ক-নায়িকা হবেন কি না তা জানা নেই। মায়ের সঙ্গে মেয়ের এতটা মিল আমাদের চারপাশে খুব কমই দেখা যায়।

চিত্রনায়িকা পলির মেয়ে

ক্যারিয়ারে প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পলি। মান্না, শাকিব খান, রুবেল, আমিন খানসহ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এ অভিনেত্রী। বর্তমানে পর্দা থেকে দূরেই আছেন পলি। নিজের বুটিকস ব্যবসাতেই মনোযোগ দিয়েছেন এই নায়িকা।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!
শাকিবের ‘দরদ’কে পাকিস্তানের না
ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’