• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জয়ার প্রশংসায় পঞ্চমুখ মালয়ালম অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ নভেম্বর ২০২৪, ১৩:২৮
জয়া আহসান ও পার্বতী থিরুভোথু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন মাত্রার চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান তিনি।

ঢালিউড-টালিউডে অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর বলিউডেও বাজিমাত করেছেন জয়া। এবার অভিনেত্রীর প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। সর্বশেষ পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন পার্বতী। মালয়ালম এই অভিনেত্রীর মুখেই সম্প্রতি শোনা যায় জয়ার প্রশংসা।

এক সাক্ষাৎকারে জয়ার প্রসঙ্গে পার্বতী বলেন, জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময়। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে। এদিকে পার্বতীর মন্তব্যে ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন জয়া।

দক্ষিণের দাপুটে অভিনেত্রী হলেও বলিউডে সেভাবে দেখা যায় না পার্বতীকে। এর কারণ হিসেবে খানিকটা আক্ষেপের সুরে তিনি বলেন, আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি সিনেমা করতে চাই। কিন্তু আমাকে না ডাকলে আমি কী-ই বা করতে পারি।

অভিনেত্রী আরও বলেন, দক্ষিণী অভিনয়শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা থাকে। কিন্তু আমি দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে-পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন। বন্ধুদের মধ্যেও অনেক উত্তর ভারতীয় ছিল। ওদের সঙ্গে হিন্দিতে কথা বলেছি। বলতে গেলে এভাবেই হিন্দি শেখা হয়েছে আমার।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া
জামদানি পরে কটাক্ষের শিকার, মুখ খুললেন জয়া
বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়:  জয়া আহসান
যে কারণে জয়া ‘দেবী’র পুরস্কার পেলেও পাননি ফারিয়া