• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ঊনপঞ্চাশে প্রেমে মজলেন আমিশা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
আমিশা প্যাটেল

গেল বছর ‘গদর টু’ সিনেমা দিয়ে পর্দায় ফেরেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে। মুক্তির পর বক্স-অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই সিনেমা দিয়ে ফের আলোচনায় আসেন আমিশা। এবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

বুধবার (১৩ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন আমিশা। ওই ছবিতে দেখা যায়, কোনো রেস্তোরাঁয় চেয়ারে বসা নির্বাণের কোলে বসে আছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে আমিশা লিখেছেন, দুবাই...আমার প্রেমিক নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।

এরপর থেকে নতুন প্রেমে মজেছেন আমিশা— এমন চর্চায় মেতেছেন নেটিজেনরা। ভক্তদের মধ্যে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। তবে কেউ কেউ তাদের বয়সের ব্যবধান নিয়ে সমালোচনাও করছেন।

আমিশা প্যাটেল ও তার প্রেমিক নির্বাণ

বর্তমানে আমিশার বয়স ৪৯ বছর। অন্যদিকে নির্বাণের ৩০। ১৯ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেমে মজেছেন অভিনেত্রী। বিষয়টিকে যেন একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। যদিও প্রেমের গুঞ্জন নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি আমিশা।

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে আমিশার। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কানভ পুরির সঙ্গে। কিন্তু ২০১০ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। এক টুইটে তাদের প্রেম ভেঙে যাওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

২০০০ সালে বলিউডে অভিষেক হয় আমিশার। কিন্তু ২০০৩ সালের পর বক্স-অফিসে সফলতা বয়ে আনতে পারেনি অভিনেত্রীর সিনেমা। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি তার। তবে আমিশার ব্যর্থতার তকমা মুছে দিয়েছে ‘গদর টু’। বর্তমানে তার হাতে রয়েছে ‘তওবা তেরা জালওয়া’ সিনেমার কাজ রয়েছে।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়