নিষাদের ভিডিও ভাইরাল, নেটিজেনরা বলছেন জুনিয়র হুমায়ুন আহমেদ!
হলুদ পাঞ্জাবি পরে হিমু হয়ে আজও অসংখ্য পাঠক হেঁটে চলেছে ময়ূরাক্ষী নদীর তীর ধরে। দেখছেন উপচেপড়া জোছনা, টাপুর-টুপুর বৃষ্টি আর মধ্যরাতের অচেনা শহরটাকে। সঙ্গে হয়তো রূপা, নয়তো না। যে নদী ও চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ। যাকে বাংলা সাহিত্য ও নির্মাণের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবেও বিবেচনা করা হয়। গুনী এই মানুষটির ছোট ছেলে নিষাদ হুমায়ূন।
বুধবার (১৩ নভেম্বর) জনপ্রিয় কথা সাহিত্যিক-লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী ছিল। এই দিন ছেলে নিষাদ হুমায়ূন তার বাবাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানান। আর সেই ভিডিওই নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে তাকে বাবা হুমায়ূন আহমেদকে নিয়ে নস্টালজিক হতে দেখা গেছে। বাবাকে নিয়ে তার অনুভূতির নিখাদ ও সহজ অভিব্যক্তির সেই ভিডিও হুমায়ূন প্রেমীদের হৃদয় কেড়েছে। আর সেই ভিডিও দেখে অনেকেই জুনিয়র হুমায়ূন আহমেদ বলে আখ্যায়িত করছেন তাকে।
বাবার কথা মনে পড়লে কেমন লাগে? এমন প্রশ্নে নিষাদ আনমনে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর বলেন, বাবার কথা মনে হলে মনটা একটু ম্যালানকলিক লাগে।
‘বাবার ব্যাপারে মনে পড়লে আমি কি করি! আসলে বাবার জন্যই তো আমি সব কিছু করি, তাই না? বাবার কথা মনে পড়লে মনটা একটু ম্যালানকলিক লাগে, নস্টালজিক লাগে। ম্যালানকলি ব্যাপারটা কি, মনটা একটু খারাপ খারাপ লাগে, কিন্তু ডিপ্রেসিভ কিছু না। মনটা বলে, ইশ্! বাবা যখন ছিল খুব ভালো ছিল বা বাবা থাকলে খুব ভালো লাগতো। কোনো আহামরি কিছু না।’
ম্যালানকলি অনুভূতিকে আরও স্পষ্ট করে নিষাদ বলেন, ‘মানুষ ম্যালানকলিক বা নস্টালজিক থাকলে তারা গম্ভীর হয়ে থাকবে না। হালকা একটু স্মাইল করে থাকবে, চিন্তা করবে; ইশ্ মজা ছিল অথবা মজা হতো।’
অনুভূতি বোঝাতে নিষাদ টেনে আনেন উদাহরণ। বলেন, ‘আমাদের মাঝে মাঝে মনে হয়, দশ বছর আগে আমার ভালো লাগতো যখন স্কুলের টিফিন পিরিয়ডে গিয়ে ভলিবল খেলাতাম। এখন তো সেটা নাই।’
এরই মধ্যে চলচিত্র জগতের নানান গুণিমানুষসহ হুমায়ূন প্রেমীরা নিজেদের ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে মতামত জানিয়েছে।
অভিনেতা স্বাধীন খসরু ভিডিওটি শেয়ার করেছেন। তার সেই শেয়ার কররা ভিডিওর নিচে হাবিব রাজন নামে একজন মন্তব্য করেছেন, অদ্ভুত সুন্দর.. হুমায়ুন আহমেদ যেমন আমাদের নতুন নতুন শব্দের সাথে পরিচয় করায় দিতেন, নিষাদও আমাদের নতুন শব্দের সাথে পরিচয় করাই দিলো। অনেক অনেক বড় হও নিষাদ।
নাট্য নির্মাতা ও চলচিত্র পরিচালক চয়নিকা চৌধুরী এ ভিডিও শেয়ার করে লেখেন, আহারে! কী ইন্টিলিজেন্ট আমাদের বাবাটা! জুনিয়র হুমায়ুন আহমেদ! নিষাদ বাবা কী দারুণ বললে।
সে পোস্টে তিনি মেহের আফরোজ শাওনকে ট্যাগ করে লেখেন, তোমার ছেলের থেকে লিখলাম, হাল্কা স্মাইল।
নির্মাতা দিপংকর দীপন ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমাকে আবেগি করেছে, স্যারকে মনে পড়ছে খুব।
অভিনেতা সিয়াম নাসির লিখেছেন, হুমায়ূন আহমেদ স্যারের কপি। বাপের বেটা।
মতিনুর রহমান নামে আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, কঠিন কঠিন বাক্য কত সাধারণ সুন্দরভাবে উপস্থাপন করেছে। বাবার ছায়া হারিয়েছে সেই শিশু কালে। তবুও বাবা জিনিসটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কত সুন্দর বুঝিয়ে বলছে। মোটামুটি একটা কাল্পনিক ধারণা থেকে বাবাকে নিয়ে কত সুন্দরভাবে গুছিয়ে কথা বলছে। যেটা আমরা বেঁচে থাকা বাবার ছায়া পেয়েও বলতে পারব না। দোয়া করি বাবা তোর জন্য। তুই পারবি তোর বাবার নাম রাখতে এটা আমার দৃঢ় বিশ্বাস। চেহারাটা দেখলেও অন্তর থেকে দোয়া এসে যায়।
আরটিভি /এএ
মন্তব্য করুন