বোরহানের জন্য বিপাকে সুপ্তি-প্রদীপ, অতঃপর...
শোবিজ ভূবনে কেউ কেউ ক্যামেরার সামনে নিজেকে প্রমাণ করতে অনেকে দীর্ঘ সময় নেন। আবার অনেকেই এক মুহূর্তে সবার মনোযোগ নিজের দখলে নেন, যা সব কিছুকে ছাপিয়ে যায়। সম্প্রতি সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ -এ এরকমই একটি চরিত্রে দেখা গেছে নির্মাতা ও অভিনেতা এমএনইউ রাজুকে।
নির্মাণের পাশাপাশি রাজু অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অনেকদিন হলো। তার অভিনীত বেশকিছু চরিত্র লুফে নিয়েছেন দর্শক। তবে সেসব ছিল হাস্যরসাত্মক। এবার-ই প্রথম কমেডি থেকে বেরিয়ে খল চরিত্রে ধরা দিয়েছেন রাজু।
‘রঙিলা কিতাব’-এ বোরহান রূপী রাজুকে খল চরিত্রে দেখা গেছে। পাহাড়ি একটি অঞ্চলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করে সে। চরিত্রটির দৈর্ঘ্য অনেক কম। তবে যে কয় ঝলক দেখা গেছে দারুণ ছন্দে ছিলেন রাজু। সংলাপ, অঙ্গভঙ্গি দিয়ে জীবন্ত করে রেখেছেন বোরহানকে।
এ প্রসঙ্গে রাজু বলেন, আমার অভিনীত অনেক চরিত্র আছে। যেগুলো দর্শকের পছন্দের। ওই চরিত্রগুলোর নামেও আমাকে ডাকেন তারা। তবে সেসব ছিল কমেডি চরিত্র। এবারের চরিত্রটি খল। দৈর্ঘ্যে ছোট হলেও সেভাবে দেখিনি। কেননা আমি মনে করি একজন অভিনেতার কাছে ক্যামেরার সামনে প্রতি মুহূর্ত মূল্যবান। কেননা নিজেকে প্রমাণ করার জন্য এক মুহূর্তই যথেষ্ট। বিষয়টা মাথায় রেখে অভিনয় করেছি। অনম দাকে ধন্যবাদ এরকম কাজে আমাকে পছন্দ করার জন্য।
এরইমধ্যে চরিত্রটির জন্য বেশ সাড়া পাচ্ছেন উল্লেখ করে বলেন, অনেকের ভালো লেগেছে চরিত্রটি। বড় বড় অভিনয়শিল্পী ও দৈর্ঘ্যসম্পন্ন চরিত্রের মাঝে আমি নজরে পড়েছি দর্শকের। শুভানুধ্যায়ীদের অনেকেই জানিয়েছেন। ক্যামেরায় প্রত্যেকবভার যেন এভাবেই দর্শকের সন্তুষ্টি পাই। এই দোয়া চাই সবার কাছে।
প্রসঙ্গত, ৮ নভেম্বর হইচই বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘রঙিলা কিতাব’। নির্মাণ করেছেন অনম বিশ্বাস। কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন মোস্তাফিজ ইমরান নূর ও পরীমণি। রাজু ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, তানভিন সুইটি প্রমুখ।
অভিনেতা হিসেবে রাজু জনপ্রিয়তা পান ‘গ্র্যাজুয়েট নাটকের আবুল চরিত্রের মাধ্যমে। তার অভিনীত দর্শকপ্রিয় আরও একটি চরিত্র ‘ফ্যামিলি ক্রাইসিসের মোজেম্মেল। নাটক, সিনেমা সব মাধ্যমেই অভিনয় করছেন তিনি। তার নির্মিত নাটকগুলোর মধ্যে ‘আইসিইউ’, ‘রেশমি চুড়ি’ উল্লেখযোগ্য।
আরটিভি /এএ
মন্তব্য করুন