• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ নভেম্বর ২০২৪, ১২:১০
চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরগুনার আমতলীতে ৮ জন সহযোগী নিয়ে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল।

পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা লাগে তাদের বহনকারী মাইক্রোবাসটির। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। পরে আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিত্রনায়ক রুবেলসহ আহতদের মধ্যে তিন জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাস চালক ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে রুবেলের। তবে এখন শঙ্কামুক্ত আছেন তিনি।

তিনি আরও বলেন, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে তাদের।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল চিত্রনায়ক রুবেলকে বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলেও নায়ক রুবেল এখন সুস্থ আছেন।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়