• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাহরুখ খানের অগণিত ভক্ত। বাংলাদেশেও অভিনেতার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বছরের ৩৬৫ দিনই প্রিয় তারকাকে দেখতে শাহরখের বাড়ি মান্নাতের সামনে ভিড় জমায় ভক্তরা। কেউ কেউ ভাগ্যক্রমে অভিনেতার দেখাও পেয়ে যান। তেমনি শাহরুখের দেখা পেলেন তার এক বাংলাদেশি ভক্ত।

সম্প্রতি স্বপ্নের নায়কের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন বাংলাদেশি শাহরুখ ভক্ত তামজিদ ইসলাম জারির। তবে তিনি একা নন। তার সঙ্গে আরও পাঁচজন ছিল বাংলাদেশের। প্রিয় নায়কের সাক্ষাৎ পেয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন জারির।

চলতি মাসের ২ তারিখে ছিল শাহরুখের জন্মদিন। এদিন ভক্তদের আয়োজনে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। পরিকল্পনা করে যেখানে আগেই গিয়ে উপস্থিত হন জারির। তিনি ‘এসআরকে বাংলাদেশ সিএফসি’র সাংগঠনিক সম্পাদক।

দেশে ফিরে স্বপ্নের নায়কের দেখা পাওয়া প্রসঙ্গে গণমাধ্যমে নিজের আবেগের কথা জানান জারির। তিনি বলেন, শাহরুখ খান আমার স্বপ্নের নায়ক। তার সান্নিধ্য পাওয়া এক জনমের সৌভাগ্য! আর এই স্বপ্ন পূরণে আমাকে সাহায্য করেছেন আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী শাহাদত এবং সহসভাপতি সুমাইয়া শরীফ অপি। প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জারির আরও বলেন, গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিই আমি। সেখানে পৌঁছানোর পর সোজা মান্নাতে চলে যাই তার সৌন্দর্য দেখতে। অবশেষে ‘এসআরকে দিবস’ (২ নভেম্বর) অনুষ্ঠানের পাস পেয়ে ভীষণ খুশি হয়ে যাই। যখন আমি অডিটোরিয়ামে ঢুকলাম এবং পেছনের ব্যাকগ্রাউন্ডে ‘কিসকা হ্যায় হ্যায় তুমকো ইন্তেজার মেই হু নাহ’ শুনলাম, তখন আমি কাঁদতে শুরু করে দিই।

শাহরুখের সাক্ষাৎ পাওয়ার মুহূর্তটি নিয়ে জারির বলেন, আবার যখন আমি শাহরুখকে মঞ্চে প্রবেশ করতে দেখলাম, আমি আবার আবেগে ভেসে গেলাম। আমি অনুষ্ঠানটির প্রতিটি সেকেন্ড এবং শাহরুখ স্যারের বক্তৃতা উপভোগ করেছি। অবশেষে আমাকে তার সঙ্গে একটি গ্রুপ ছবি তোলার জন্য মঞ্চে ডাকা হলো। ওই মুহূর্তে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার সঙ্গে ঘটছে। তার পাশে বসার আগে আমি তার হাতে আমার হাত বাড়িয়ে দিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে আমার হাত ধরলেন, যা আমার জন্য সত্যিই একটি চমৎকার মুহূর্ত ছিল। তারপর আমি তাকে বললাম, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি’— জবাবে তিনি বললেন, বসে পড়। এরপর আমরা একটি ছবি তুললাম।

তিনি বলেন, অনুষ্ঠান ছাড়ার আগে আমাকে শাহরুখ স্যারের পক্ষ থেকে খাবারে সঙ্গে দুটি উপহার দেওয়া হয়েছিল। উপহার দুটি ছিল ব্লুটুথ নেকব্যান্ড (হেডফোন) এবং শাহরুখ স্যারের স্বাক্ষরসহ তার একটি ছবি।

বলিউড বাদশাকে কাছ থেকে দেখে এসে জারির বলেন, আমার কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব শাহরুখ। কীভাবে মানুষের সঙ্গে বিনয়ী হতে হয়, কীভাবে নম্র হতে হয়, এবং বিশেষত কীভাবে পৃথিবীজুড়ে মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় তা শাহরুখের কাছেই শেখা যায়।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুধু সাইফ নয় টার্গেটে ছিলেন শাহরুখ খানও, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার
যে কারণে ‘ওম শান্তি ওম’র প্রস্তাব ফিরিয়ে দেন বিবেক