• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রশ্ন রাখলেন নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার।

অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজেও দেখা যায় নিলয়কে। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়। এই অভিনেতা শনিবার (১৬ নভেম্বর) একটি পোস্ট করেন। যেখানে তিনি সরকারের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন।

নিলয় আলমগীর তার সেই পোস্টে লিখেছেন, সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা প্লিজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লিখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারেনা।

তিনি আরও লিখেন, তাছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য বন্ধ‍্যাত্বকরণ কোনো কর্মসূচি সরকার নিয়েছে কিনা, আর যদি সরকার কোনও পদক্ষেপ নিয়েও থাকে সাধারণ মানুষ সেটা জানেনা কেনো? তার এই পোস্টটি নেটিজেনরা ইতিবাচকভাবে নিয়েছেন। অনেকেই কমেন্ট বক্সে অভিনেতার সঙ্গে একমত প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, নিলয় বছরজুড়ে ব্যস্ত থাকেন নাটক নিয়ে। সবশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনার চরিত্রে। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা, সিদ্ধান্ত বাতিল মাউশির
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
শাপলা-শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে: মাহফুজ আলম
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান