• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সমন্বয়ক হাসনাতকে নিয়ে মাকসুদের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় গায়ক মাকসুদুল হক ম্যাক। তার এই পোস্টের পর নেটিজেনরা করছেন তীব্র সমালোচনা।

‘বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত’- এমন শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার দিয়েছিলেন মাকসুদ। আর তার ক্যাপশনে লিখেছেন, পূর্বাভাস: ডরাস ক্যা জিহাদি ভাই? ফাঁসি তো খুবই মামুলি জিনিস- তা হয় কারাগারের অভ্যন্তরে। কেউ নিজ চোখে তা আজ অব্দি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর্ড দেখুম ইনশাআল্লাহ। ভালো কথা ‘জম টুপি’ পরে আমাগো ‘মজা’ নষ্ট করিস না মামা। এনকেলাপ ঝিন্দাভাত।

গায়কের পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা। মন্তব্যঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন, আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন!

যদিও পরবর্তী সময়ে পোস্টটি আর মাকসুদের টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি। তবে পোস্টটির স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে সোমবার (১২ নভেম্বর) সকালে আরেকটি স্ট্যাটাস দেন মাকসুদ।

তার কথায়, শুভ সকাল। ডরাই নাই! পোস্টটি আমি না ফেসবুক ‘রিপোর্ট’-এর ঠেলায় রিমুভ করসে।

প্রসঙ্গত, গেল ১২ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যেখানে তিনি লেখেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তার এই মন্তব্যটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। আর এ নিয়ে খবরের শিরোনামও হন তিনি।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
বাংলাদেশের মানুষ হাসিনা ও তার দোসরদের স্বপ্নপূরণ হতে দেবে না: হাসনাত
মোদির বিতর্কিত পোস্টের জবাবে যা বললেন হাসনাত আবদুল্লাহ