• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নিলয়ের সঙ্গী হয়েছেন ৫৯ অভিনেত্রী!

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ২২:৪৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার। ক্যারিয়ারে প্রভা, মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে একে একে ৫৯ অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন নিলয় আলমগীর। তার ভক্তের সংখ্যাও কম নয়। সম্প্রতি নিলয় আলমগীর ফ্যান গ্রুপ নামে একটি গ্রুপে নিলয়ের ৫৯ অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে।

৫৯ অভিনেত্রীর নাম প্রকাশ সেই পোস্টে লেখা হয়, নিলয় আলমগীর সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। যার নাটক রিলিজ হলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং অনেক পজিটিভ কমেন্ট থাকে। কিন্তু এর মধ্যে কিছু নেগেটিভ কমেন্টও থাকে যেগুলো দ্বারা অভিযোগ করা হয় নিলয় আলমগীর ঘুরেফিরে একজন অভিনেত্রীর সাথেই কাজ করেন। তাই চেষ্টা করলাম নিলয় আলগীর কজন অভিনেত্রীর সাথে কাজ করেছে সেটা খুঁজে বের করার। কিন্তু যে সংখ্যা পেলাম তাতে আমি যেমন অবাক হয়েছি আপনিও অবাক হবেন! নিলয় আলমগীর মোট ৫৯ জন অভিনেত্রীর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন! সংখ্যাটা আরও বেশিও হতে পারে। আগের অনেকের নাম মিস যেতে পারে যেগুলো অনলাইনে নেই। অথচ তাকেই বলা হয় যে শুধু ২-৩ জনের সাথে অভিনয় করে। কিন্তু এটাও বুঝা উচিত যে দর্শক যেই জুটির কাজ পছন্দ করবে তাদের কাজ বেশি হবে এটাই স্বাভাবিক।

জুটি প্রথা বাংলা নাটকের শুরু থেকেই হয়ে আসছে। আফজাল হোসেন-সূবর্ণা মোস্তফা, জাহিদ হাসান-শমি কায়সার,তৌকির আহমেদ- বিপাশা হায়াত, টনি ডায়েস-আফসানা মিমি,মাহফুজ আহমেদ-তারিন, মোশাররফ করিম-নুসরাত ইমরোজ তিশা- মিথিলা, অপূর্ব-মেহজাবিন, নিশো-তানজিন তিশা এমন অনেক জুটি গড়ে উঠেছিল দর্শকের চাহিদায়। নিলয়-হিমি জুটির কাজের সংখ্যা বেশি তাই চোখেও পড়ে বেশি। সব জুটির মোট কাজের সংখ্যার সাথে গড় করলে দেখা যাবে সবার একই। দর্শক যেটা পছন্দ করবে নির্মাতা প্রযোজকরা সেটাকেই প্রাধান্য দেবে। কারণ, দিনশেষে দর্শকদের জন্যই এতো আয়োজন।

বর্তমানে নিলয় আলমগীর জুটি বেঁধে সবচেয়ে বেশি কাজ করছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে। দর্শকদের প্রশংসাও পাচ্ছে এই জুটি।

হিমি ছাড়াও নিলয় জুটি বেঁধেছেন অভিনয় করেছেন, জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়া, তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহি, অহনা রহমান, বিদ্যা সিনহা মিম, সাফা কবির, সারিকা সাবরিন, পরীমণি, সারিকা, তাসনুভা তিশা, পারসা ইভানা, নাদিয়া আহমেদ, কেয়া পায়েল, তানজিন তিশা, আনিকা কবির শখসহ আরও অনেকের সঙ্গে।

প্রসঙ্গত, নিলয় বছরজুড়ে ব্যস্ত থাকেন নাটক নিয়ে। সবশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গেছে কমিশনার চরিত্রে। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ যাতে ওদের রিজিকের একটা স্থায়ী ব‍্যবস্থা করে দেয়: নিলয়
অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রশ্ন রাখলেন নিলয় আলমগীর
‘সাত দিনের কমিশনার’ হলেন নিলয় আলমগীর!
‘প্রিয় শ্বশুর আব্বা’ নাটকে পর্দা মাতাচ্ছেন নিলয়-হিমি