এ আর রহমানের পর এবার তার টিমের নারী গিটারিস্টের বিচ্ছেদ ঘোষণা
কয়েক দিন পর পরই তারকাদের সংসার ভাঙার খবরে সরগরম থাকে নিউজ মিডিয়া। তারকাদের ডিভোর্স নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদই যেন তাদের সব সমস্যার সমাধান।
বর্তমানে ভারতীয় সুরকার-গায়ক এ আর রহমানের সংসার ভাঙনের উত্তাল খবরের কাগজ থেকে শুরু করে নেটদুনিয়া। এর মাঝেই আরও একটি বিচ্ছেদের খবর এলো। রহমানের টিমের নারী গিটারিস্ট মোহিনীরও সংসার ভেঙেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের সূত্র অনুযায়ী, রহমানের বিচ্ছেদের খবরের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন মোহিনীও।
ওই পোস্টে বলা হয়, ভারাক্রান্ত হৃদয়ে আমি আর মার্ক ঘোষণা করছি যে, আমরা আলাদা হয়েছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারের প্রতি প্রতিশ্রুতি হিসেবে জানাই এটি আমাদের পারস্পরিক বোঝাপড়া। আমরা এরপর থেকে শুধুই বন্ধু হিসেবে থাকব। কিন্তু আমরা দুইজনেই জীবনে ভিন্ন জিনিস চাই। যার ফলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, এই মুহূর্তে বেশ কিছু প্রকল্প হাতে রয়েছে মার্ক-মোহিনীর। যেগুলোতে একসঙ্গে কাজ করছিলেন তারা। তাদের বিচ্ছেদ সেসবে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান তারা। এ প্রসঙ্গে নারী গিটারিস্ট লেখেন, ‘আমাদের একসঙ্গে কাজ অদূর ভবিষ্যতে থামছে না।’
প্রসঙ্গত, মোহিনী কলকাতার মেয়ে। গায়ক রহমানের টিমের একজন সদস্য তিনি। দেশ-বিদেশে রহমানের সঙ্গে ৪০টির মতো শোয়ে অংশ নিয়েছেন এই নারী গিটারিস্ট।
আরটিভি/এইচএসকে-টি
মন্তব্য করুন