• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ নভেম্বর ২০২৪, ১৪:৪৫
ছবি: সংগৃহীত

গেল বছর সাবেক স্ত্রী সানিয়া এশার সঙ্গে ডিভোর্সের পরই গায়িকা জেফার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল উপস্থাপক রাফসান সাবাবের। এ কারণেই নাকি বিচ্ছেদ হয়েছিল তাদের। তবে সেসময় জোর গলায় এই গুঞ্জনকে অস্বীকার করেছিলেন রাফসান-জেফার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

এসব আলোচনার মাঝেই এবার ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন রাফসান-জেফার। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে দুজনের পরিবারের সদস্যরাও অবস্থান করছেন সেখানে।

গত ১৫ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দেখা যায় রাফসান-জেফারকে। সেখানে দুজন পাশাপাশি বসেন বেশ খোশমেজাজে পছন্দের খাবারের অর্ডার দিচ্ছেন।

এ সময় রাফসানের পরনে ছিল গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পৃথকভাবে ছবি পোস্ট করেছেন দুজনই। কিন্তু তবুও খুব একটা গোপন রাখতে পারলেন না তারা। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়েও ছবি তোলেন।

সেসব ছবি নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেননি রাফসান-জেফার। এদিকে তারা অন্তরঙ্গ ছবিগুলো পোস্ট না করলেও প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে চলে এসেছে গণমাধ্যমে।

এদিকে শোবিজ দুনিয়ার অনেকেরই দাবি, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রাফসান-জেফার। গুঞ্জন রয়েছে, গোপনে নাকি বিয়েও সেরে ফেলেছেন তারা। যদিও এখনও প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার
কনসার্টে নেচে তুমুল সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল
রাফসান, সবাই তোমাকে খুঁজছে : জেফার
মানহীন মেকআপ লুকে ধরা দিলেন জেফার