• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশে ‘পুষ্পা ২’ মুক্তি নিয়ে দুঃসংবাদ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ নভেম্বর ২০২৪, ১৯:০২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী চিত্রনায়ক আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি। মুক্তির পরেই গোটা বিশ্ব ভোগে পুষ্পাজ্বরে। এরপর থেকে কেবলই অপেক্ষা, কবে আসবে সিনেমার দ্বিতীয় কিস্তি।‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। তিন বছর বিরতির পর দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। তবে ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বহুল আলোচিত এই সিনেমা। কিন্তু কেন?

বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তির ঘোষণা দেয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান।

এই নির্মাতার পরিচালনায় ‘দরদ’ মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। তিনি বলেন, আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে। সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।

ভারতীয় কিছু ছবি আমদানি করে জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২-দ্য রুল’ তারাও আনছেন না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আজিজ বলেন, ‘পুষ্পা ২-দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।

দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২-দ্য রুল’ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ, এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২-দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

এদিকে মুক্তির আগেই এটি ঘরে তুলেছে ১ হাজার কোটি রুপি! একাধিক ভারতীয় গণমাধ্যম এমনটাই জানাচ্ছে।

জানা গেছে, ৫০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু মুক্তির আগেই এই ছবির প্রযোজনা সংস্থা দ্বিগুণ টাকার ব্যবসা করেছে। ছবিটির প্রমোশন করেই এসেছে ১০০০ কোটি রুপি। নেটিজেনদের ভাষ্যমতে, মুক্তির আগেই এই ছবি ব্লকবাস্টার!

এক সমীক্ষা অনুযায়ী, সিনেমা হলে ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বিভিন্ন ভাষায়। সেগুলো বিক্রি করেই এখন পর্যন্ত নির্মাতা-প্রযোজকরা ৬৬০ কোটি রুপির ব্যবসা করেছেন। এর মধ্যে ছবিটির তেলুগু ভাষার সংস্করণ বিক্রি করে জমা হয়েছে ২২০ কোটি রুপি। হিন্দি ও তামিল ভাষায় যথাক্রমে ২০০ ও ৫০ কোটি রুপি। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক মুক্তির ক্ষেত্রে ইংরেজি সংস্করণ বিক্রি হয়েছে ১৪০ কোটি রুপি।

এদিকে এই ছবির ওটিটি, স্যাটেলাইট ও মিউজিক বিক্রি করা হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি আসবে, তা এখনও জানা যায়নি। জানা যায়, সেই নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম এই ছবি কিনে নিয়েছে ২৭৫ কোটি রুপিতে। আর মিউজিক বিক্রি করা হয়েছে ৬৫ কোটি রুপি। এ ছাড়াও ৮৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে ছবিটির স্যাটেলাইট রাইটস।

এই হিসাব সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। আল্লুর অনুরাগীরা বলছে, এখনও পর্যন্ত কোনো ভারতীয় ছবি নাকি মুক্তির আগে ‘পুষ্পা ২’র মতো ব্যবসা করতে পারেনি।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশেও কি মুক্তি পাবে ‘পুষ্পা টু’
‘পুষ্পা টু’র ট্রেলার লঞ্চে বিপত্তি, পুলিশের লাঠিচার্জ  
নিজের ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন
ফের বদলে গেলো ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ