• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

গায়কের মৃত্যুর পর ভাইরাল ১৪ বছর আগের টুইট

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ নভেম্বর ২০২৪, ১৬:১৯
সংগৃহীত
ছবি:সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন। বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর এই সদস্য। তবে তার মৃত্যুর আসল কারণ নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

এই পরিস্থিতিতে লিয়ামের পুরোনো একটি টুইট ফিরে এসেছে নেটমাধ্যমে। প্রায় ১৪ বছর আগের সেই টুইটে এক বাক্যে একটি প্রশ্ন করেছিলেন লিয়াম। নতুন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

লিয়ামের সেই টুইটে লেখা, আমার মৃত্যু হলে স্মরণসভায় আসবে তুমি?

এই পরিস্থিতিতে ২০১০ সালের সেই টুইটের মন্তব্যের ঘরে উপচে পড়ছে অনুরাগীদের আবেগ। প্রিয় সংগীত শিল্পীকে সদ্য হারিয়ে ফেলার পরে তার এই একটি বাক্য যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

কেউ কেউ ব্যান্ড ভেঙে যাওয়ার ঘটনাকে জুড়ে দিতে চাইছেন। পুরোনো ওই টুইটের নিচে লিয়ামের শেষকৃত্যের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যান্ডের পুরোনো সদস্যরা এসেছেন। ছবির সঙ্গে লেখা, তারা এসেছিল। কেউ লিখেছেন, স্বর্গে শান্তিতে বিশ্রাম নাও তুমি। ওরা প্রত্যেকেই তোমাকে ভালোবাসে।

এক অনুরাগী লিখেছেন, ছেলেরা এসেছিল কিন্তু এই ঘটনা না দেখতে হলে ভালো হতো।

ব্যান্ডে থাকাকালীন জ্যান মালিকের সঙ্গে হৃদ্যতা ছিল লিয়ামের। জ্যান একাধিক সাক্ষাৎকারে সে কথা বলেছেন। ২০১৫ সালে তিনিই প্রথম ব্যান্ড থেকে আলাদা হয়ে যান। স্বতন্ত্রভাবে গানের সফর শুরু করেন।

তারপর আনুষ্ঠানিকভাবে পুরো ব্যান্ডই ভেঙে যায়। যদিও লিয়ামের সঙ্গে তার বন্ধুত্ব অটুট ছিল। শুধু তাই নয়, লিয়ামের শেষকৃত্য যেন ‘ওয়ান ডিরেকশন’-এর পুনর্মিলন, এমনই মত অনুরাগীদের। জ্যান মালিক, হ্যারি স্টাইল, নিয়াল হোরান এবং লুইস টমলিনসন— পুরোনো বন্ধুর জন্য আরও একবার এক ছাদের তলায় দেখা মিলল ব্যান্ডের প্রাক্তনীদের।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মবার্ষিকী আজ
বাহাত্তরেও সুরের জাদু ছড়াচ্ছেন রুনা লায়লা
হঠাৎ বধূ বেশে চমক দেখালেন অভিনেত্রী চমক
নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে মুখ খুললেন বেবী নাজনীন