• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত কবি অরুণ চক্রবর্তী আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
অরুণ চক্রবর্তী

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী।

শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার হুগলি জেলার চুঁচুড়ার ফার্ম সাইড রোডের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভারতীয় গণমাধ্যমে কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী বলেন, করোনার পর থেকেই ফুসফুসে সমস্যায় ভুগছিলেন তিনি। তবে শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। গত ২২ নভেম্বর কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল তার।

জানা গেছে, শ্যামপুকুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে অরুণ চক্রবর্তীর। তবে তার আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কবির মরদেহ রাখা হবে রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে। সেখানেই কিছু সময় শায়িত থাকবেন তিনি। তার অনুরাগীরা সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাকে।

১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে অরুণ জন্মগ্রহণ করেন চক্রবর্তী। ১৯৯০ সাল থেকে চুঁচুড়ায় থাকতেন তিনি। পেশায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন।

একসময় অরুণ চক্রবর্তী পুরোদস্তুর কবি হয়ে ওঠেন। লিখতে, পড়তে ও বলতে ভীষণ ভালোবাসতেন তিনি। চাকরির পাশাপাশি চলেছে তার কলমও। লিখেছেন বহু কবিতা।

‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’ কবিতাটি পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল অরুণ চক্রবর্তীকে। ওই কবিতা পরে গান হয়ে মুখে মুখে ফিরেছে দুই বাংলার সংগীতানুরাগীদের। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ। ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। ‘লাল পাহাড়ের’ সুরেই সবার মাঝে অমর হয়ে থাকবেন তিনি।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়