জুয়ার প্রচারণা দিয়ে আলোচনায় বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ০৬:২২ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর। শাকিব ছাড়া বুবলী এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন দু-একটা ব্যতীত বাকিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় দারুণ ফর্মে ছিলেন এ নায়িকা। কিন্তু তাতেও সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে, একটি জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। প্রতিষ্ঠানটির জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে বলতে শোনা যায়, আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছো? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া করো না। জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।

বিজ্ঞাপন

জুয়ার বিজ্ঞাপনের প্রচারণায় এর আগেও পরীমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদের দেখা গেছে। এবার তাদেরই দলে যেন নাম লেখালেন বুবলী। 

প্রথমবারের মতো কোনো জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। যে কারণে ভক্তদেরও সমালোচনা শুনছেন এই নায়িকা। কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, টাকার জন্য শেষমেষ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল। কারও কারও মন্তব্য, নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী। 

বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরণের অপরাধ। তবুও বুবলী কীভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাকে ফোন দেওয়া হলেও অভিনেত্রীর কোনো সাড়া পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আসছে ঈদে বুবলীর ‘পিনি ক’ নামের একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission