• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মারা গেছেন পরীমণির প্রথম সিনেমার নির্মাতা শাহ আলম মণ্ডল

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৮:৪১

অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল। গুলশানের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।

কায়েস আরজু বলেন, আজ রাতে শাহ আলম মণ্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর গ্রামের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেওয়া হবে। সেখানে তাকে রোববার দাফন করা হবে।’

জানা গেছে, বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে ৫ হাসপাতাল ঘুরে শুক্রবার (২২ নভেম্বর) এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আরও জানা গেছে, শাহ আলম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে ছিল। গত দুই দিনে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কোনো অবস্থায় তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহ আলম মণ্ডল।

প্রসঙ্গত, পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে আসেন। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।

শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা: পরীমণি
লাইফ সাপোর্টে পরীমণির প্রথম সিনেমার নির্মাতা
পরীমণির প্রাক্তন স্বামীর মৃত্যু, যা জানাল পুলিশ
সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রাক্তন স্বামী নিহত