• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

হানিয়ার সঙ্গে বন্ধুত্বের বাইরে কিছু নেই: বাদশা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ নভেম্বর ২০২৪, ১১:২০
ছবি: সংগৃহীত

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের প্রেম এখন ওপেন সিক্রেট। তাদের প্রেম নিয়ে যখন সর্ব মহলে চর্চা তুঙ্গে, ঠিক তখনই এই জুটির নতুন ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তা নিয়ে শোরগোল নেটিজেনদের মাঝে।

সম্প্রতি বাদশার কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেন। সেখানে দেখা যায়, হানিয়াকে জড়িয়ে ধরে রেখেছেন বাদশা।

ওই ভিডিওতে দেখা যায়, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। আর তা দেখেই ফের বাদশা-হানিয়ার প্রেমের গুঞ্জনে মেতে উঠেছেন নেটিজেনরা। এবার সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন বাদশা।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে হানিয়ার সঙ্গে সম্পর্কে নিয়ে তিনি বলেন, হানিয়া আমার খুব ভালো বন্ধু। আমাদের মাঝে সুসম্পর্ক রয়েছে। দেখা হলে আমরা প্রচুর মজা করি, এ পর্যন্তই। হানিয়া তার জীবন নিয়ে সুখী, আমি আমারটা। আমাদের বোঝাপড়াটাও চমৎকার। কিন্তু মানুষ এটিকে প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করে।

এর আগে এই প্রেমের গুঞ্জন নিয়ে একটি রেডিওর সাক্ষাৎকারে হানিয়া বলেছিলেন, মাঝে মাঝে মনে হয়, আমার একটি সমস্যা, তা হলো আমি বিয়ে করিনি। আমি যদি বিয়ে করতাম, তবে এমন অনেক গুজব থেকে দূরে থাকতাম। এটি কেবল বাদশার সঙ্গেই না, যে কেউ হতে পারে, আমার পাশে অবিবাহিত কেউ থাকলেই এই গুঞ্জন চাউর হয়।

বাদশার প্রশংসা করে অভিনেত্রী বলেছিলেন, বাদশা আমার খুব ভালো বন্ধু। সে খুব সহজ-সরল মানুষ। ব্যক্তি হিসেবে চমৎকার মানুষ বাদশা।

প্রসঙ্গত, ২০১২ সালে গ্রেস জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশা। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় এই সংসার। অন্যদিকে, এখনও বিয়ে করেননি হানিয়া। অভিনয় নিয়েই ব্যস্ত তিনি।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হানিয়া-বাদশার ভিডিও ভাইরাল
হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা, ফের ট্রলের শিকার লুবাবা