• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আপত্তিকর ভিডিও পোস্ট, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এ আর রহমান!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৮
সংগৃহীত
ছবি:সংগৃহীত

সংসার ভাঙল উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন এই অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক।

এদিকে যখন অস্কারজয়ী এ আর রহমানের ঘর ভাঙার খবরে যখন তোলপাড় সামাজিকমাধ্যমে ঠিক তখন আরও একটি বিচ্ছেদের খবর। রহমানের টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দেরও সংসার ভেঙেছে। এরপর থেকেই তাদের দুইজনকে নিয়ে পরকীয়ার গুঞ্জন উঠেছে।

তাদের পরকীয়া নিয়ে যখন চারদিকে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, ঠিক তখনই মামলার কথা বললেন এ আর রহমান। শনিবার (২৩ নভেম্বর) ইস্যু করা নিজের লিগ্যাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিশ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, রাহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন, তারা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন। অন্যথায় ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে তাদের।

১৯৯৫ সালে বিয়ে হয়েছিল এ আর রাহমান ও সায়রা বানুর। দেখাশোনা করেই বিয়ে, তারপর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য। তাদের খাতিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে।

এদিকে, রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সংবাদমাধ্যমকে বলেন, এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর বিচ্ছেদের সঙ্গে রহমান ও সায়রার বিচ্ছেদের কোনো সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-নামার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনই দুজনকে সম্মান করেন।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকির হোসেনকে নিয়ে এ আর রহমানের আবেগঘন পোস্ট
এ আর রহমানের সংগীতে বিরতির গুঞ্জন, কড়া জবাব মেয়ের
সায়রা বানুর সঙ্গে এ আর রহমানের যে চুক্তি হয়েছিল
বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন রহমান-সায়রা!