• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

প্রকাশ্যে ‘চালচিত্র’র ফার্স্টলুক, রহস্যময় হাসিতে নজর কাড়লেন অপূর্ব

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ নভেম্বর ২০২৪, ১০:২০
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন, ছোট পর্দা এবং ওটিটি মাতিয়ে এবার সিনেমায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামনে টালিউডের সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসছেন তিনি। কলকাতায় তার অভিনীত সিনেমার নাম ‘চালচিত্র’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক। যেখানে রহস্যময় হাসিতে নেটিজেনদের নজর কেড়েছেন অপূর্ব।

সিনেমাটি নির্মাণ করেছেন প্রতীম ডি. গুপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

পোস্টারে একক ও অন্যরকম আবহে তুলে ধরা হয়েছে অপূর্বকে। পোস্টারটি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘চালচিত্র’।

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।

প্রসঙ্গত, ‘চালচিত্র’ সিনেমায় অপূর্ব ছাড়া আরও রয়েছেন, টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীসহ টালিউডের নামজাদা তারকারা।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেক