আল্লাহ যাতে ওদের রিজিকের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়: নিলয়
বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার।
অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজেও দেখা যায় নিলয়কে। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়। এই অভিনেতা সোমবার (১৬ নভেম্বর) একটি পোস্ট করেন। যেখানে তিনি সেন্টমার্টিনের কুকুরদের খাবার নিয়ে কথা বলেছে।
খাদ্যের অভাবে সেন্টমার্টিন দ্বীপের কুকুরগুলো মৃত্যুমুখে পড়ায় এগিয়ে এসেছে ‘ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (২৪ নভেম্বর) টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট দিয়ে এই সংগঠনের ১১ সদস্যের প্রতিনিধি দল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্টমার্টিন গেছেন।
‘সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ সংগঠনটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে নিলয় ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিজিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।
এদিকে ‘ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা আবদুল কাইয়ুম বলেন, বিকেলে দ্বীপে পৌঁছে প্রথম দিনের মতো অভুক্ত কুকুরদের খাবার দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দ্বীপের সব কুকুরকে খাদ্য সহায়তার আওতায় আনা হবে।
প্রসঙ্গত, ২০২২ সালে সেন্টমার্টিন থেকে কুকুর স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন