• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঐশ্বরিয়ার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ নভেম্বর ২০২৪, ১৯:১৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার। অনেক দিন ধরেই বলিপাড়ায় শোনা যাচ্ছে অভিষেকের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন। এমন আলোচনার মধ্যেই এক ভিডিও শেয়ার করে ভাইরাল এই অভিনেত্রী।

ভিডিওতে ঐশ্বরিয়াকে মেকআপ ছাড়া সাধারণ লুকে দেখা গেছে। ভিডিওর ক্যাপশনেও তিনি লিখেছেন নারীর প্রতি সহিংসতার কথা। যেখানে তাকে মেয়েদের পথেঘাটে চলতে থাকা শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে উদ্বুদ্ধ করতে দেখা গেছে।

অভিনেত্রী বলেন, প্রতি মুহূর্তে ঘটে চলা নিপীড়নের জন্য নারীরা দায়ী নয়। নিজের পোশাক, বা ঠোঁটের লিপস্টকের দিকে আঙুল না তুলে বরং ভয় নামক বিষয়টা জীবন থেকে মুছে ফেলুন। মাথা উঁচু করে বাঁচুন। কারও কথায় মাথানত করবেন না।

ঐশ্বরিয়ার এই ভিডিওতে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আপনার মতো অভিনেত্রী যে এই বিষয় নিয়ে কথা বলছেন, তা সমাজের জন্য ভীষণ উপকারের। আরেকজন লিখেছেন আপনি হলেন একাধারে সুন্দরী এবং শিক্ষিতা। আবার কেউ কেউ এমনটাও বলেছেন, ‘জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের অত্যাচার নিয়ে তা হলে কী বলবেন?

ঐশ্বরিয়ার এই পোস্টে অভিষেক বচ্চনকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। কয়েক দিন আগে অভিনেত্রী কন্যা আরাধ্যার জন্মদিন পালন করেন। সেখানেও দেখা মেলেনি অভিষেক বচ্চনের।

আরটিভি /এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার ১৬ বছরের পুরোনো লেহেঙ্গা
৩ হাজার বছরের রহস্যময় পাতাল শহরের খোঁজ মিললো যেভাবে
যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল 
পূজার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস