• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নিনজা-ডোরেমনের ডাবিং আর্টিস্ট জুনকো হরি আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ নভেম্বর ২০২৪, ১৫:২৫
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ডাবিং আর্টিস্ট জুনকো হরি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর। জনপ্রিয় কার্টুন নিনজা হাতোরি এবং ডোরেমনে কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন তিনি।

জুনকো হরির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার প্রোডাকশন সংস্থা বাওবাব। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই ডাবিং আর্টিস্টের মৃত্যু হয়েছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণায় এই কঠিন সময়ে গোপনীয়তার অনুরোধ জানিয়ে তার শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। মূলত এ কারণেই জুনকো হরির মৃত্যুর খবর দেরি করে জানানো হয়েছে।

ঘোষণায় আরও জানা গেছে যে, শুধু নিকটাত্মীয়দের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল জুনকো হরির অন্ত্যেষ্টিক্রিয়া। ভক্তদের এই অনুষ্ঠানে যাওয়া বা উপহার দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশনে নিজের কণ্ঠ দিয়েছেন জুনকো হরি। অ্যানিমেশনে ভূমিকার জন্য পিচ করার পাশাপাশি গেগে নো কিতারো এবং গানবারে গোয়েমন গেম সিরিজে ভিডিও গেম চরিত্র সুনাকাকে এবং সাসুকেতে কণ্ঠ দিয়েছেন জুনকো হরি।

তাছাড়া, টম অ্যান্ড জেরি কার্টুন সিরিজে জেরির কণ্ঠস্বরও দিয়েছিলেন জুনকো হরি। অ্যানিমেশনে ক্রেডিটগুলোর তালিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রো বয়, সিন্ডারেলা বয়, অ্যান অফ গ্রিন গেবলস, দ্য গুটি ফ্রগ, লিজেন্ড অফ দ্য মিস্টিক্যাল নিনজা, সিন্দবাদ দ্য সেলর, রেইন বয়, ক্যাট আইড বয়, স্পিড রেসার, লিটল লুলু, টোকিও মেউ’র ভয়েসিং চরিত্রগুলো বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়