• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

এবার সম্পর্ক ভাঙল মল্লিকা শেরওয়াতের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫০
মল্লিকা শেরাওয়াত

একের পর এক সম্পর্ক ভাঙছে বলিউড তারকাদের। কারও বিয়ে ভাঙছে তো কারও প্রেমের সম্পর্ক। এবার ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

গত ২৫ নভেম্বর রাতে নেটমাধ্যমে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে প্রেমিকের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টানলেন অভিনেত্রী। ক্যাপশনে মল্লিকা লিখেছেন, ‘সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল!’

ভারতীয় গণমাধ্যমের একাধিক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, প্রেম ভেঙেছে আমার। আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা আমি। বর্তমানে ভরসা করার মতো যোগ্য ব্যক্তির সংখ্যা ক্রমশ কমছে।

বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, বিয়েতে তিনি বিশ্বাস করেন না এমন নয়। কিন্তু এখন এসব বিষয়ে উদাসীন তিনি। তাই নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়েও কোনো পরিকল্পনা নেই তার।

প্রসঙ্গত, ২০১৬ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন সিরিল-মল্লিকা। ফরাসি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সব সাক্ষাৎকারে একটাই কথা বলতেন অভিনেত্রী, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তিনি। সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমা দিয়ে বলিউডে ফেরেন মল্লিকা।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন’