• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রিসোর্ট ব্যবসায় ওস্তাদ জাহাঙ্গীর আলম

বিনোদন ডেস্ক

  ২৭ নভেম্বর ২০২৪, ১৯:০০

ওস্তাদ জাহাঙ্গীর আলম, ঢাকাই চলচ্চিত্রে মার্শাল আর্টের প্রবর্তক। পর্যটন নগরী কক্সবাজারে সম্প্রতি রিসোর্ট ব্যবসা শুরু করেছেন তিনি। কলাতলি থেকে মেরিন ড্রাইভের রাস্তায় পাহাড়ের পাদদেশে ‘ওস্তাদ জাহাঙ্গীর’ নামে এই রিসোর্ট গড়ে তুলেছেন। স্ত্রী একসময়ের মিস বাংলাদেশ ও চলচ্চিত্র নায়িকা রাকাকে নিয়ে রিসোর্টটি নিজেই দেখাশোনা করছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। সঙ্গে আছেন তার ছোট ভাই চলচ্চিত্র পরিচালক এম এ রহিম।

পারিবারিকভাবে কক্সবাজারের বাসিন্দা ওস্তাদ জাহাঙ্গীর আলম। চলচ্চিত্রে যুক্ত হওয়ায় জীবনের সোনালী সময়টা কাটাতে হয়েছে ঢাকায়। তবে তখন থেকেই পরিকল্পনা ছিল কক্সবাজারে কিছু একটা করার। সেই ইচ্ছে থেকেই রিসোর্ট ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি।

শৈশব থেকেই মার্শাল আর্ট শিখেছেন জাহাঙ্গীর আলম। আশির দশকের শুরুতে ফাইট ডিরেক্টর হিসেবে যুক্ত হন চলচ্চিত্রে। ঢাকাই সিনেমায় প্রবর্তন করেন নতুনধারা। নামের আগে যুক্ত হয় ‘ওস্তাদ’ টাইটেল। সোহেল রানা, রুবেলসহ বহু নায়ককেই তিনি প্রশিক্ষণ দিয়েছেন। একসময় নিজেও যুক্ত হন অভিনয়ে। শুরুটা হয় খল চরিত্র দিয়ে। পরে ভক্তদের অনুরোধে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্যারাতে মাস্টার, লড়াকু, মাস্টার সামুরাই, পেশাদার খুনী, কুংফু কন্যা, কুংফু নায়ক, ওস্তাদ সাগরেদ, প্রেমিক রংবাজ এসব ছবি করে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিলেন। ২০০০ সালের পরবর্তী সময়ে চলচ্চিত্রে যখন অশ্লীলতা গ্রাস করে তখন তিনি ধীরে ধীরে দূরে সরে আসেন। তবে নতুন করে চলচ্চিত্রে ফিরে আসার ইচ্ছা আছে তার।

প্রায় আট বছর আগে ওস্তাদ জাহাঙ্গীর আলম কক্সবাজার কলাতলীতে গড়ে তুলেছিলেন একটি রিসোর্ট। সেটাকেই আধুনিক সুযোগ-সুবিধায় নান্দনিক সাজে সাজিয়ে ‘ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট’ নতুনভাবে শুরু করেছেন। এই রিসোর্টটি নতুন করে গড়ে তোলার পেছনেও আছে চলচ্চিত্রের প্রতি তার গভীর ভালোবাসা।

ওস্তাদ জাহাঙ্গীর বললেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য অনেকেই তো কক্সবাজার আসেন। জানেনই তো এখানে দুর্দান্ত সব লোকেশন রয়েছে। আমি চাই, সাধারণ মানুষ ছাড়াও কক্সবাজারে চলচ্চিত্রের কাজে যারা আসেন তারা যেন এখানে ওঠেন। শুটিংয়ের জন্যও নির্মাতারা যেন এই রিসোর্ট ব্যবহার করতে পারে, এটাকে সেভাবেই আমি গড়ে তুলেছি। এটাকে আমি কক্সবাজারে এফডিসির দ্বিতীয় শাখা বানাতে চাই।

তিনি আরও বললেন, আমি নিজেও চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছি। এরইমধ্যে এখানে একটি প্যানেল বসিয়েছি। আমার নতুন ছবির নাম ‘ডিজিটাল প্রেম’। ছবির গল্পে মার্শাল আর্টকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি নিজেই প্রযোজনা, পরিচালনা এবং অভিনয় করবো। ডিসেম্বরের মধ্যে আশা করছি, বাকি শিল্পীদের চূড়ান্ত করবো। শিগগিরই ছবিটির শুটিং শুরু করবো। ছবির শুটিং হবে আমার এই রিসোর্টেই।

ওস্তাদ জাহাঙ্গীর আলম জানালেন, মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য তার এই রিসোর্টে বছর জুড়েই দেওয়া হবে ৫০ শতাংশ ছাড়।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়