• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না: সানী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ নভেম্বর ২০২৪, ১০:০৯
ওমর সানী

অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসাও করছেন চিত্রনায়ক ওমর সানী। অভিনেতার রেস্তোরাঁর ‘চাপওয়ালা’। রাজধানীর বিভিন্ন স্থানে এই রেস্তোরাঁর বেশ কয়েকটি শাখা খুলেছেন তিনি। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে মোটেও ভালো যাচ্ছে না তার ব্যবসা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সানী।

বুধবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আক্ষেপ করে অভিনেতা জানান, দেশের এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতেন না তিনি। সেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় তার রেস্তোরাঁ নতুন শাখা নিয়েও কথা বলেন সানী।

ভিডিওবার্তায় চিত্রনায়ক বলেন, প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-সেনাবাহিনী সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।

সানী বলেন, অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি। এরপরেই বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী।

বিগত এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল সানীর কথাতেও।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। এমনকি যে কোনো অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমর সানীর বাসায় ডাকাতি, সন্দেহের তীর যার দিকে
এবার ওমর সানীর বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি
বাসায় চুরি, পুলিশের দ্বারস্থ ওমর সানী
নতুন পরিচয়ে মৌসুমী