• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বাবা হারালেন প্রিয়া ডায়েস

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
ছবি: সংগৃহীত

মারা গেছেন অভিনেত্রী প্রিয়া ডায়েসের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন প্রিয়া।

ক্যাপশনে তিনি লিখেছেন, আমার আদরের বাবা আর নেই। এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য ওপারে চলে গেছেন, ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে (নিউইয়র্ক টাইম)। সবাই বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

ব্যক্তিগত জীবনে অভিনেতা টনি ডায়েসকে বিয়ে করেছেন প্রিয়া। একসময় দেশের টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন তারা। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই তারকা দম্পতি। বর্তমানে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন টনি-প্রিয়া। তাদের সংসার এক কন্যাসন্তান রয়েছে।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সমর্থন দিয়ে সবাই একত্রে কাজ করি: টনি ডায়েস