আরটিভিতে আজ (১ ডিসেম্বর) যা দেখবেন
রোববার, ১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন—
দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি- ‘ভালোবাসার দুশমন’। অভিনয় করেছেন- শাকিব খান, শাবনূর প্রমুখ।
বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।
রাত ৭টা ৩০মিনিটে: ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান- ‘লুক@মি’। প্রযোজনা- রেজা ইসলাম।
রাত ৮টায় বিশেষ নাটক- ‘ব্রাদার্স ৩’। অভিনয় করেছেন- জোভান, পারসা ইভানা প্রমুখ।
রাত ৯টা ২০মিনিটে প্রতি শক্র, শনি, রোববার ধারাবাহিক নাটক- ‘বোকা পরিবার’।
রচনা- ফজলুল সেলিম।
পরিচালক- সৈয়দ শাকিল।
অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম প্রমুখ।
রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রোব, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।
রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।
অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল ও তন্ময় সোহেল প্রমুখ।
রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।
রাত ১২টা ৫মিনিটে টকশো ‘বিজনেস টক’।
রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন