• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের সংসারে ইউভান ও ইয়ালিনি নামে দুই সন্তান রয়েছে। গেল বছরের ৩০ নভেম্বর রাজ-শুভশ্রীর কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাসন্তান। দেখতে দেখতে এক বছর পার করল ইয়ালিনি।

শনিবার (৩০ নভেম্বর) পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করলেন রাজ-শুভশ্রী। এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়ের জন্মদিনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।

ইয়ালিনির জন্মদিন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় রাজ-শুভশ্রীর বাড়িতে। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে। মূলত, জগন্নাথ দেবের পরম ভক্ত রাজ। যেকোনো শুভ কাজ পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করেন তিনি।

নির্মাতার বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে নিষ্ঠাভরে পূজা করা হয় তাদের। ইয়ালিনির ১ বছরের জন্মদিন কোনো শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়।

যে কারণে দিনটিকে ঘিরে ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন। ফল ও মিষ্টিসহ ২১ রকমের ব্যঞ্জনে সাজানো হয় ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন সেখানে।

এদিন পূজার আয়োজনে বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেন এই অভিনেত্রী।

এরপর সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনি। বোনের এক বছরের জন্মদিনে বেশ খোশ মেজাজে ছিল বড় ভাই ইউভানও। পরিবারের খুশির এই মুহূর্তগুলোকে অভিনেত্রীর পাশাপাশি রাজও তুলে ধরেন নেটমাধ্যমে।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাকারের কবলে রাজ চক্রবর্তী
মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী
অবশেষে ১৩ বছরের অভিমান ভাঙল শুভশ্রীর
শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, সমালোচনার ঝড়