• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিজয়ের মাসে ছায়ানটের আয়োজন ‘হাজারো কণ্ঠে জাতীয় সংগীত’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
ছবি: সংগৃহীত

বিজয়ের মাসে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ‘জাগরণী’ নিয়ে নিয়মিত হাজির হওয়ার কর্মসূচি শুরু করেছে সংস্কৃতি শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছায়ানট’। সংগঠনটি আগেই জানিয়েছিল, বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিদিন একযোগে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে একটি করে কন্টেন্ট প্রকাশ করবে।

রোববার (১ ডিসেম্বর) জাতীয় সংগীতের মাধ্যমে নেটদুনিয়ায় সেই যাত্রা শুরু করল ছায়ানট। এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটির শেষ তিন স্তবকও গেয়েছেন শিল্পীরা।

জানা গেছে, সমমনা প্রতিষ্ঠান ও সংগঠন— নালন্দা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন ও ব্রতচারীর সহযোগিতায় তিন হাজারের বেশি মানুষ জাতীয় সংগীতের দৃশ্যধারণে অংশ নিয়ে কণ্ঠ মিলিয়েছেন।

ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। অডিও তৈরি করেছে ছায়ানট। চিত্রাঙ্কন করেছে নালন্দা উচ্চবিদ্যালয়ের শিশুরা। এর পরিকল্পনা করেছেন ছায়ানটের যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ। নির্মাণ করেছেন আমিনুল ইসলাম ও টুকু মজনিউল। সূচনার অ্যানিমেশন করেছেন সুজন চৌধুরী।

এরপর জানুয়ারি থেকে অন্যান্য কন্টেন্টও প্রচার করবে ছায়ানট। ৩৬৫ দিনই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকবে বলে জানা গেছে। সঙ্গীতবিষয়ক পাঠদান, গুণী ব্যক্তিত্বদের নিয়ে কন্টেন্ট প্রচার করবে সংগঠনটি।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণে রমনা বটমূলে ছায়ানটের প্রস্তুতি