• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭
ছবি: সংগৃহীত

আমেরিকায় বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন আলিয়া। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

আমেরিকার স্থানীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী, নিউইয়র্কে প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবসের বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া। এতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

পুলিশকে উদ্ধৃত করে আমেরিকার গণমাধ্যমটি জানায়, এডওার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। তাই হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে নিউইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের জীবন শেষ করেছে। এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন ধোঁয়ায় শ্বাস নেওয়া নিতে পারেনি এতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে নার্গিস কোনো মন্তব্য না করলেও অভিনেত্রীর মা বলেন, আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।

নিউইয়র্কের কুইন্সে জন্ম নার্গিস এবং আলিয়ার। তাদের বাবা মুহাম্দর ফকিরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন। নার্গিসের যখন ছয় বছর বয়স, তখন মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

প্রসঙ্গত, ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’সিনেমায অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়ান নার্গিস। তবে কয়েক বছর থেকে অভিনয়ে আর তেমন সক্রিয় নন অভিনেত্রী।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুনের অভিযোগে বোন গ্রেপ্তার, নীরব নার্গিস ফাখরি
প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি