ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না: মম
‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
দেশে চলমান নানা ইস্যু নিয়ে প্রায়ই মম তার ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, পরিচয় কিন্তু ‘বাংলাদেশি’। ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না।
মমর সেই পোস্টে অনেকেই তার সঙ্গে সমহত প্রকাশ করেছেন। নির্মাতা রাশিদ পলাশ মমর সেই পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ইয়েস।
জিসান নামে একজন মন্তব্য করেছেন, কিন্তু এই সহজ বিষয়টা কে কাকে বোঝাবে!
এদিকে বিরতি কাটিয়ে মম ফিরলেন অভিনয়ে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু- বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
নাটক প্রসঙ্গে মম বলেন, রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এ ছাড়াও এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।
আরটিভি/এএ/এস
মন্তব্য করুন