• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

‘পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে ভক্ত নিহত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:০০
ছবি: সংগৃহীত

‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে ঘটে গেল এক দুর্ঘটনা। প্রিয় তারকা আল্লু অর্জুনকে দেখতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতার এক ভক্ত। বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদে আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে সিনেমার প্রচারণা করছিলেন আল্লু অর্জুন।

এ দিন প্রিয় আল্লু অর্জুনকে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। সেখানে ভক্তদের হুড়োহুড়িতে চাপা পড়ে মারা যান অভিনেতার এক নারী ভক্ত। আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ার উপলক্ষে আল্লু অর্জুনের আসার কথা ছিল। নায়কের আসার খবরে হলের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। এরপরই শুরু হয় হট্টগোল। হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয়েছেন অভিনেতার একাধিক ভক্ত।

হলে ভক্তদের জন্য ভোর ৩টায় ‘পুষ্পা টু’ সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একযোগে মোট পাঁচটি ভাষায় ভারতের সকল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে ‘পুষ্পা টু’। কিন্তু তার আগেই ঘটলো এই দুর্ঘটনা। সিনেমায় আল্লু অর্জুন-রাশমিকা ছাড়া আরও রয়েছেন, ফাহাদ ফজিল, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ আরও অনেকে।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশমিকার চুড়িতে যেভাবে আহত হন আল্লু অর্জুন
ফের নতুন বিপাকে আল্লু অর্জুন
আল্লু অর্জুনের বাড়িতে হামলার পর এবার শানের বাসায় আগুন
ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস