• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

শিগগিরই পর্দা মাতাতে আসছেন দিলারা জামান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫০
দিলারা জামান

শোবিজের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। বয়সের কারণে অভিনয়ে এখন আর আগের মতো ব্যস্ততা নেই তার। তবে শিগগিরই নতুন একটি নাটকে পর্দা মাতাতে আসছেন দিলারা জামান।

নাটকটির শিরোনাম ‘প্রেম দিওয়ানা দাদি’। এ নাটকের কাজ অনেক আগেই শেষ হয়েছিল। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। ফারুক আহমেদের রানার রচনায় নাটকটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল। নাটকের আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী জারা জয়া।

এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, অনেক দিন আগে এ নাটকে অভিনয় করেছি। বয়সের কারণে গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে, এটি কমেডি ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন।

জারা জয়া বলেন, শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এত গুণী, এত মহান একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজে সুযোগ দেওয়ার জন্য। সজল ভাইকেও ধন্যবাদ আমাকে সহযোগিতা করায়। এ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী আমি।

শিগগিরই দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দিলারা জামানের ‘প্রেম দিওয়ানা দাদি’। এ ছাড়া এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমা এবং জাকারিয়া শৌখিনের নির্মাণে আরও একটি নাটকের কাজও শেষ করেছেন তিনি।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহর আর গ্রামের মানুষদের গল্প নিয়ে ‘সবুজ গ্রাম পাথরের শহর’
হাসপাতালে শয্যাশায়ী ছিলেন দিলারা জামান, জানতেন না কেউই
‘শেকড়’ সিনেমার গল্পটা দুর্দান্ত: দিলারা জামান
নতুন সিনেমায় দিলারা জামান