• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পর্দায় নগ্ন দেখে অভিনেত্রীকে যা বলেছিলেন তার মা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছর সিনেমাগুলো আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল তার মাঝে অন্যতম ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবির কারণে আলোচনায় আসেন অভিনেত্রী মার্গারেট কোয়ালি। একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন দেখা যায় তাকে। সে দৃশ্য দেখে মা কী বলেছিলেন— পিপলডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্গারেট।

তিনি বলেন, মা প্রিমিয়ারে ছিলেন। তিনি বলেছিলেন, এই সিনেমা তো আমার বন্ধুরা দেখতে পারবে না, আমার বোনেরাও দেখতে পারবে না। কেউই আসলে এটা দেখতে পারবে না।

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মার্গারেট। প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তার মা অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল। সেখানেই ছবিটি দেখার পর এমন মন্তব্য করেছেন তার মা। ছবিটি নিয়ে মজা করে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটা খুব কঠিন বছর।’

‘দ্য সাবস্ট্যান্স’-এ আরও অভিনয় করেছেন ডেমি মুর। ডেমির সঙ্গে অভিনয় মার্গারেটের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। পর্দায় নগ্ন হওয়া নিয়েও কোনো সমস্যা বোধ করেননি। শুধু মায়ের পাশে বসে দেখতে অস্বস্তি বলে জানান অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা
মডেল-অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তাহসানের স্ত্রী রোজার
বাড়ি থেকে অভিনেত্রীর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার