গ্রেপ্তারের ভয়ে লাখ টাকা খোয়ালেন মডেল
মাঝে মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তারকারা। এতে অনেক ঝামেলাও পোহাতে হয় তাদেরকে। এবার গ্রেপ্তারের ভয়ে লাখ টাকা খোয়ালেন ভারতীয় মডেল শিবাঙ্কিতা দীক্ষিত।
জানা গেছে, ভুয়া গোয়েন্দা পুলিশের পরিচয়ে শিশু এবং মাদক পাচারের অভিযোগ নিয়ে তাকে ফোন করে এক ব্যক্তি। শিবাঙ্কিতাকে জানায়, তার নামে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে!
এমনকি এক পর্যায়ে মডেলকে হুমকি দিয়ে বলা হয়, গ্রেপ্তারি সমস্যা এড়াতে চাইলে টাকা দিয়ে সমাধান করা যাবে বিষয়টি। তাই গ্রেপ্তারের ভয়ে লাখ টাকা দিতে রাজিও হন তিনি। মূলত একদল প্রতারক চক্রের কারসাজি ছিল এটি।
ভুক্তভোগী মডেলের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল শিবাঙ্কিতাকে। শেষে নিজেকে বাঁচাতে চাপের মুখে তাদের দাবি মেনে নেন তিনি। তাদের দাবি মতো ৯৯ হাজার রুপি দেন বলেও জানান এই মডেল।
কিন্তু পরে শিবাঙ্কিতা বুঝতে পারেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন ওই মডেল। ইতোমধ্যে ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, আচমকা এরকম অভিযোগে বিচলিত হয়ে পড়েন শিবাঙ্কিতা। মূলত সাইবার প্রতারণার শিকার তিনি। উদ্বেগ আর দুর্ভাবনায় ধরতেই পারেননি যে, সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন তিনি।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন