• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

অবশেষে ৮ বছর পর মুক্তি পেল সিনেমা, লাপাত্তা নায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা সাইফ চন্দন ৮ বছর আগে নির্মাণ করে ছিলেন ‘টার্গেট’ শিরোনামের একটি সিনেমা। নায়ক নিরব ও আনিসুল হক মিলন অভিনীত অ্যাকশন ধাঁচে চলচ্চিত্রটি তৈরি হয়েছিল। তবে শুটিং সম্পন্ন হওয়ার পরেও ছবিটি অজ্ঞাত কারণে মুক্তি পায়নি। অবশেষে শুক্রবার (৬ ডিসেম্বর) সারাদেশে নাম বদলে ‘দুনিয়া’নামে ছবিটি মুক্তি পেয়েছে। এতে নায়িকা হিসেবে রয়েছেন দুইজন। একজন আইরিন ও অন্যজন অমৃতা। অমৃতা ছবিটিতে নায়িকা হিসেবে কাজ করলেও ৮ বছর পোড়ে একে বারেই চলচ্চিত্র থেকে হারিয়ে গিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম থেকে শুরু করে কোথাও নেই অমৃতা । ৬ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওজন বেড়ে যাওয়ায় তিনি অন্তরালে চলে যান। কিন্তু ওই সাক্ষাৎকারের পরেও তিন ই নিয়মিত হননি। এখনো তিনি আড়ালেই রয়েছেন। হারিয়ে গেছেন চলচ্চিত্র জগত থেকে।

এদিকে, প্রায় দুই বছর পর দুনিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন নায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাগজ। মাঝে প্রায় দুই বছরের বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।

সিনেমা সম্পর্কে আইরিন বলেন, কোনো কোনো ছবি ১০ বছর ধরেও নির্মিত হতে পারে। এখন ছবির মেরিটের ওপর নির্ভর করে দর্শক পছন্দ করবে কি না। চন্দন ভাইয়ের কাজ আমি হলে গিয়ে দেখেছি। তিনি দর্শকের পালস বোঝেন। তার পরিচালিত প্রথম ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এও আমি অভিনয় করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, দর্শক নিরাশ হবেন না। তা ছাড়া তারকাবহুল এই ছবিতে কিন্তু আনিসুর রহমান মিলন ভাই, মিশা সওদাগর ভাই, নিরব, অমৃতারাও আছেন। তাদেরও তো নিজস্ব ভক্ত আছে। আমিও আমার জায়গা থেকে সেরা অভিনয়ের চেষ্টা করেছি। সব মিলিয়ে দর্শক নিরাশ হবেন না বলে মনে করি।

আরটিভি/ এএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়িকা অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, শরীরে ছিল আঘাতের চিহ্ন
নায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ছেলে
বিয়ের আগেই গর্ভবতী নায়িকা, অতঃপর...
সাইফের স্ত্রীকে অমিতাভের জোর করে চুমু, অতঃপর...