• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

প্রকাশ্যে সেই ‘ভাইরাল’ সিঁথির মিউজিক ভিডিও

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
সংগৃহীত
ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। শুধু তাই নয়, সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে নানা ভূমিকায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান তিনি।

নতুন খবর হলো ভাইরাল তরুণী ফারজানা সিঁথিকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে! গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’র মডেল হয়ে ধরা দিলেন সিঁথি! তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী!

‘আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাডা আজ সব অচেনা।’ এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী।গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রায় ৫ মিনিট ব্যাপ্তীর এই গানের বেশীরভাগ জুড়েই দেখা গেছে সিঁথি ও সাদীর খুঁনসুটি!

এদিকে আসিফ আকবরের গানের মডেল হিসেবে যুক্ত হওয়া নিয়ে সিঁথি বলেন, মডেলিং আমি প্রথম করছেন, এমন নয়। আরও পাঁচ বছর আগেই থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছি। আমি বিভিন্ন ব্রান্ডের হয়ে টানা পাঁচ বছর ধরে কাজ করছি। অনেকেই হয়তো নতুন করে আমাকে চিনছেন। কিন্তু পোশাকের অনেক ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করছে অনেক দিন ধরেই। তাদের ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে নানা মাধ্যমে পণ্যর মডেলিং করেছি। সেই সূত্রে কিছু কাজও করা হয়েছে।

সম্প্রতি আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ‘ভাইরাল’ কন্যা সিঁথি ও আসিফের যুগলবন্দীর সেই গান।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে চমক নিয়ে হাজির হচ্ছেন আসিফ-ইমরান
অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন ছুড়ে দিলেন আসিফ আকবর
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন